সর্বশেষ

জাতীয়

'মানবিক করিডোর' গঠনের বিষয়ে কোনো চুক্তি বা সমঝোতা হয়নি: ড. খলিলুর 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৪ মে, ২০২৫ ৮:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রোহিঙ্গা সংকট নিরসনে মানবিক করিডোর গঠনের বিষয়ে কোনো চুক্তি বা সমঝোতা হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা (রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি) ড. খলিলুর রহমান।

রোববার (৪ মে) রাজধানীর বিইউপি ক্যাম্পাসে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, “আমরা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করিনি, কোনো চুক্তি বা সমঝোতাও হয়নি। এটি মানবিক চ্যানেল, করিডোরের সংজ্ঞা সম্পূর্ণ আলাদা।”

তিনি আরও স্পষ্ট করে দেন, মিয়ানমারের প্রসঙ্গে মানবিক করিডোরের নামে বাংলাদেশ কোনো প্রক্সিযুদ্ধে জড়াচ্ছে— এমন গুজব সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার।

রোহিঙ্গা সংকটের সমাধান নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “রোহিঙ্গাদের সমাবেশ নয়, প্রত্যাবাসনই একমাত্র সমাধান। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা এ বিষয়টিকে আন্তর্জাতিক পরিসরে নতুন করে গুরুত্ব দিয়ে উপস্থাপন করেছি।”

তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, “আমরা বিশ্বাস করি, রোহিঙ্গারা অবশ্যই নিজ দেশে ফিরে যাবে। সহজ না হলেও, প্রত্যাবাসনের একটি পথ আমরা খুঁজে বের করব এবং তা বাস্তবায়ন করব।”

এ ছাড়া তিনি উল্লেখ করেন, বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে সম্মান করে এবং দেশটিকে অস্থিতিশীল করার কোনো পরিকল্পনা বাংলাদেশের নেই।

২৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন