সর্বশেষ

রাজনীতি

কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ৬ মে দেশে ফিরছেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৪ মে, ২০২৫ ৩:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কাতারের আমিরের সরবরাহ করা একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে আগামী ৬ মে (মঙ্গলবার) দেশে ফিরছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার (৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লন্ডন থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা দেবে সোমবার (৫ মে) এবং পরদিন সকালে ঢাকায় পৌঁছাবে। যাত্রার নির্ধারিত সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি, তবে তা নির্ধারিত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

দলের একজন শীর্ষস্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর ম্যাডামের ফেরার বিষয়টি আমাদের জন্য আবেগপূর্ণ। আমরা আশা করছি, তাকে সুস্থ ও নিরাপদ অবস্থায় দেশে ফিরে পাবো।”

এর আগে, খালেদা জিয়ার সোমবার (৫ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ফেরার কথা ছিল। তবে নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ওই ফ্লাইট থেকে কেবিন ক্রু আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলামকে সরিয়ে দেয় বিমান কর্তৃপক্ষ। বিমান প্রশাসন ও গোয়েন্দা সূত্র জানিয়েছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে, যা নিরাপত্তার জন্য ঝুঁকি হতে পারে।

এদিকে, খালেদা জিয়ার আগমন ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। শনিবার বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

সভা শেষে মির্জা ফখরুল জানান, “আমাদের নেত্রী যখন ফিরবেন, তখন বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবেন। এক হাতে দলীয় পতাকা, অন্য হাতে ফুল নিয়ে নেত্রীর জন্য অপেক্ষা করবে হাজারো কর্মী।”

দলীয় সূত্রে জানা গেছে, অভ্যর্থনার মূল দায়িত্বে থাকবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। পাশাপাশি যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সংগঠনকেও এ আয়োজনে সক্রিয়ভাবে যুক্ত করা হচ্ছে।

৩৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন