সর্বশেষ

জাতীয়

কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা'র নির্বাহী পরিষদের ৫ম সভা অনুষ্ঠিত, বিভিন্ন উপ-কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা

শনিবার, ৩ মে, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা'র নির্বাহী পরিষদ ২০২৪-২০২৫ এর ৫র্থ সভা শনিবার (০৩ মে) রাতে অনুষ্ঠিত হয়েছে। এ দিন সন্ধ্যা ৭ টায় রাজধানীর পুরানা পল্টন লাইন, শান্তিনগরস্থ সমিতির নিজস্ব কুষ্টিয়া ভবনের শেখ সাদী মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

নির্বাহী পরিষদের এই সভায় সমিতির সভাপতি, এশিউর গ্রুপের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী সভাপতিত্ব করেন।

শুরুতেই স্বাগতভাষণ দেন এবং সভাটি সঞ্চালনা করেন সমিতির মহাসচিব মোহা: আবুল হোসেন।

সভায় বিভিন্ন আলোচ্যসূচির মধ্যে ছিলো- নির্বাহী পরিষদ ২০২৪-২০২৫ এর ৪র্থ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন। এজিএম ২০২৫ এর প্রস্ততি ও সময় নির্ধারণ, বার্ষিক বনভোজন ২০২৫ এর আয় ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন, ইফতার ও দোয়া মাহফিল ২০২৫ এর খরচের হিসাব উপস্থাপন ও অনুমোদন, ভবনের প্রতি ফ্লোরের বকেয়া ভাড়া ও নতুন ভাড়া নির্ধারণ বিষয়ক আলোচনা, ভবন সংস্কার সংক্রান্ত আলোচনা, মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান বিষয়ক আলোচনা এবং বিবিধ বিষয়ে দীর্ঘ সময় ধরে বিস্তারিত আলোচনা হয়।

নির্বাহী পরিষদের শনিবার রাতে অনুষ্ঠিত এ সভায় যথাসময়ে উপস্থিত থেকে সভার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের বিশেষ ধন্যবাদ জানান সমিতির সভাপতি শেখ সাদী ও মহাসচিব মোহা: আবুল হোসেন।

নির্বাহী পরিষদের এ সভায় বিভিন্নজনের মধ্যে বক্তব্য রাখেন, আকতার-উজ-জামান, কাজী আতিয়ুর রহমান জামিল, এ্যাড: আব্দুল মজিদ বাবু, কৃষিবিদ আইয়ুব হোসেন খান, প্রকৌশলী মাহবুবুল আলম সরদার, যুগ্ম মহাসচিব আশরাফুল ইসলাম লায়জু, প্রচার উপ-কমিটির সদস্য সচিব মুন্সী তরিকুল ইসলাম, আবু বকর সিদ্দীক, তারিকুল হক তারিক, খন্দকার আব্দুর রউফ, সাংগঠনিক সচিব শামসুজ্জামান ইবনে আজিজ (আরিফ), এবং যুগ্ম দপ্তর সচিব জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বছর অত্যন্ত সময় স্বল্পতায় বার্ষিক বনভোজন ও মিলনমেলা এবং ইফতার ও দুআ মাহফিল আয়োজনে কিছু ত্রুটি থাকলেও আগামীতে আরও বৃহৎ পরিসরে আয়োজন হবে বলেও সভায় উল্লেখ করেন সভাপতি শেখ সাদী।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন