দেশের শীর্ষ আলেম আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকাল

শনিবার, ৩ মে, ২০২৫ ১০:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের খ্যাতনামা আলেম, মাদ্রাসা শিক্ষা সংস্কারের অগ্রদূত এবং জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী আর নেই।
শুক্রবার (২ মে) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার (৩ মে) বিকেল ৪টায় চট্টগ্রামের বহদ্দারহাটে জামেয়া দারুল মা’আরিফ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো ভক্ত, ছাত্র এবং শুভানুধ্যায়ী অংশ নেন।
গত ১৮ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে আল্লামা সুলতান যওক নদভীকে নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে একাধিকবার তাকে আইসিইউতে নেওয়া হয়।
আল্লামা সুলতান যওক নদভী ছিলেন জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্বশেষ কমিটির প্রধান উপদেষ্টা। এছাড়াও তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি এবং সৌদি আরবভিত্তিক আন্তর্জাতিক সাহিত্য সংস্থা ‘ইন্টারন্যাশনাল লিগ অব ইসলামিক লিটারেচার’-এর বাংলাদেশ ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কক্সবাজারের মহেশখালীতে জন্মগ্রহণকারী এবং চট্টগ্রামে বেড়ে ওঠা আল্লামা সুলতান যওক নদভী উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস, আরবি সাহিত্যিক ও কবি হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি উর্দু ও ফার্সি ভাষাতেও ছিলেন দক্ষ কবি, যার সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আল-হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান ও বেফাক সভাপতি আল্লামা মাহমূদুল হাসান, হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
১৩৪ বার পড়া হয়েছে