সাতক্ষীরায় কেমিক্যালমিশ্রিত ৮ হাজার কেজি গোবিন্দভোগ আম জব্দ ও ধ্বংস

শনিবার, ৩ মে, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৮,৫০০ কেজি গোবিন্দভোগ আম জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন।
শনিবার (৩ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা বাইপাস সড়ক থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একটি ট্রাক আটক করলে ঘটনা ফাঁস হয়।
ট্রাকটিতে থাকা ৪১৭ ক্যারেটে এসব অপরিপক্ব আম বাজারজাত করার চেষ্টা চলছিল। খবর পেয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন ঘটনাস্থলে পৌঁছে আমগুলো পরীক্ষা করে কেমিক্যাল মেশানো ও অপরিপক্ক অবস্থায় পায়। এরপর ট্রাক্টরের চাকায় পিষ্ট করে সমস্ত আম ধ্বংস করা হয়।
ইউএনও শোয়াইব আহমাদ জানান, সাতক্ষীরায় গোবিন্দভোগ আম বাজারজাতকরণের নির্ধারিত সময় ৫ মে থেকে শুরু। কিন্তু কয়েকজন অসাধু ব্যবসায়ী নিয়ম ভঙ্গ করে আগেভাগেই বাজারজাতের চেষ্টা করছিলেন।
ঘটনাস্থলে আমের মালিককে পাওয়া যায়নি। পরে ধ্বংস করা ক্যারেটগুলো নিলামে তোলা হয় এবং ৬৭ হাজার ৫০০ টাকা বিক্রয়মূল্য সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসাইন এবং সাতক্ষীরার বড়বাজার এলাকার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
১২০ বার পড়া হয়েছে