পাবনায় শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি নেতাদের হুঁশিয়ারি

শনিবার, ৩ মে, ২০২৫ ৭:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার চাটমোহরে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, “যারা তারেক রহমানের কথা শুনবে না, তারা বিএনপিতে টিকতে পারবে না।”
শুক্রবার (২ মে) রাতে চাটমোহর রেলবাজার অমৃতকুন্ডা হাট প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাবিবুর রহমান বলেন, “আওয়ামী লীগ বিএনপিকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু এখন তারাই রাজনৈতিকভাবে কোণঠাসা। বিএনপিকে মাইনাস করার নতুন চক্রান্ত চলছে, তবে যারা এ ষড়যন্ত্রে যুক্ত হবেন, তারা বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যাবেন।” তিনি আরও যোগ করেন, বিগত ১৭ বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, ঘরছাড়া হয়েছেন এবং দলের প্রধান খালেদা জিয়াকেও চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটমোহর উপজেলা শ্রমিকদলের সভাপতি মোন্তাজ আহম্মেদ। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসানুল ইসলাম হীরা, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাবেক আহ্বায়ক এ এম জাকারিয়া, ফরিদপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাকিম, আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ারুল আলম, অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ এবং লিখন বিশ্বাস।
বিশেষ অতিথি হাসানুল ইসলাম হীরা বলেন, “তারেক রহমানের দেওয়া ৩১ দফার মধ্যে শ্রমিকদের অধিকার রক্ষার বিষয়টিও রয়েছে। কোনো শ্রমিক দুর্ঘটনায় আহত হলে তার চিকিৎসা ব্যয় মালিকদের বহন করতে হবে।” তিনি বাস শ্রমিকদের অতিরিক্ত কর্মঘণ্টা ও মজুরি বৈষম্যের বিষয়েও সংশ্লিষ্টদের নজর দিতে আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা হয়, যেখানে আরটিভি বাংলার গায়েন চ্যাম্পিয়ন রাসেল মৃধা, এটিএন বাংলার শান্তি আক্তার, এশিয়ান টিভির মীম ও লালন শিল্পী মায়া রানী গান পরিবেশন করেন।
১২৮ বার পড়া হয়েছে