সর্বশেষ

জাতীয়

শাপলা চত্বরে অন্তত ৫৮ জন নিহত হয়েছিলেন: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩ মে, ২০২৫ ৬:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ২০১৩ সালের ৫ মে’র শাপলা চত্বরের ঘটনা স্মরণ করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

শনিবার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, সেই সময়কার দুই দিনের সহিংসতায় অন্তত ৫৮ জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীরও সাত সদস্য ছিলেন।

আজাদ মজুমদার লিখেছেন, “যখনই হেফাজতে ইসলামের কোনো বড় সমাবেশ দেখি, তখনই শাপলা চত্বর গণহত্যা নিয়ে আমার তদন্তের কথা মনে পড়ে। তখন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের জন্য মার্ক ডামেটের সঙ্গে মিলে কাজ করেছিলাম। বিশ্ব যখন নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্ত ছিল, আমরা তদন্ত করে অন্তত ৫৮ জনের মৃত্যুর প্রমাণ পাই।”

তিনি আরও জানান, “দুই সপ্তাহ ধরে রাস্তায় ঘুরে, হাসপাতালের রেজিস্ট্রার খাতায় খুঁজে, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে, প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়ে এবং দাফনের প্রমাণ সংগ্রহ করে রিপোর্ট তৈরি করি। সেই সময় নিরাপত্তা নিয়ে সবসময় শঙ্কায় ছিলাম, তাই এতদিন কাজের স্বীকৃতি নিতে পারিনি। তবে যখন কোনো সাংবাদিক আমার কাজ উদ্ধৃত করেন, তখন এক অদ্ভুত আনন্দ পাই।”

উল্লেখ্য, শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দেন। চার দফা দাবিতে আয়োজিত এ সমাবেশে ইতোমধ্যে সংগঠনটির শীর্ষ নেতারা বক্তব্য রাখছেন।

৩০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন