সর্বশেষ

আইন-আদালত

আবরার ফাহাদ হত্যা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ২০ জনের মৃত্যুদণ্ড বহাল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩ মে, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন। এতে ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ বহাল রাখা হয়েছে।

২০২৪ সালের ১৬ মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে বর্বরোচিতভাবে পিটিয়ে হত্যা করা হয় তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে। ঘটনার পরদিন চকবাজার থানায় আবরারের বাবা বরকতউল্লাহ হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ১৩ নভেম্বর বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

অভিযোগপত্রে বলা হয়, আসামিরা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে আবরারকে পিটিয়ে হত্যা করে।

২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক প্রথম দফায় এ মামলার রায় ঘোষণা করেন। বিচারক বলেন, আসামিরা পরিকল্পিতভাবে একে অপরের সহযোগিতায় আবরারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে নির্মমভাবে তাকে হত্যা করেছে। এই ঘটনা সারাদেশের মানুষকে গভীরভাবে শোকাহত করেছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন