সর্বশেষ

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের হুমকিতে কড়া জবাবের বার্তা পাকিস্তানের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৩ মে, ২০২৫ ৪:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

এ পরিস্থিতিতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে এর কঠোর জবাব দেওয়া হবে।

শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরের সভাপতিত্বে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হয় কর্পস কমান্ডারদের বিশেষ সম্মেলন (সিসিসি)। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্মেলনে বিদ্যমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান অচলাবস্থা নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, পাকিস্তান শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুদ্ধ চাপিয়ে দেওয়ার যেকোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে এবং জনগণের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ সম্মান জানানো হবে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হন, যা দুই দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা। নয়াদিল্লি দাবি করেছে, হামলার পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে, তবে ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শুক্রবার জিও নিউজের এক অনুষ্ঠানে জানান, সেনাপ্রধান অসিম মুনিরের নেতৃত্বে সশস্ত্র বাহিনী ও জনগণের মনোবল অনেক উঁচুতে রয়েছে। তিনি জানান, সাম্প্রতিক দিনগুলোতে সেনাপ্রধান বিভিন্ন সেনানিবাস ও নিয়ন্ত্রণরেখায় সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করে মনোবল বাড়াতে ভূমিকা রেখেছেন।

প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, “কাশ্মীর হামলায় পাকিস্তানের জড়িত থাকার ভারতের অভিযোগের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এমনকি ভারতীয়রাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন।”

এদিকে পাকিস্তানের আশঙ্কা, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত হামলা চালাতে পারে। তাই সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং সেনা তৎপরতা বাড়ানো হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন