আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সৌদি সফরের আগে শুক্রবার এই অনুমোদন দেওয়া হয়।
সৌদি আরবকে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ডেস্ক রিপোর্ট
শনিবার, ৩ মে, ২০২৫ ৪:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সৌদি সফরের আগে শুক্রবার এই অনুমোদন দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মধ্যপাল্লার ১ হাজার ‘এআইএম–১২০’ ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তি নিয়ে কংগ্রেসকে অবহিত করা হয়েছে। আকাশ থেকে আকাশে (এয়ার টু এয়ার) ছোড়া এসব ক্ষেপণাস্ত্র মূলত আকাশের লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহৃত হবে।
ট্রাম্প আগামী ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। এর আগে তিনি সম্প্রতি প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে রোম সফর করেছিলেন, যা ছিল দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম বিদেশ সফর।
প্রসঙ্গত, সৌদি আরবের সঙ্গে বড় পরিসরের বাণিজ্য চুক্তি নিয়ে আগে থেকেই আগ্রহ প্রকাশ করে আসছিলেন ট্রাম্প। পাশাপাশি, ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কো ও কিয়েভের মধ্যে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রিয়াদ।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর