গাজায় সাংবাদিকদের হত্যার ঘটনায় উদ্বেগ জাতিসংঘের

শনিবার, ৩ মে, ২০২৫ ৪:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সাংবাদিকদের ওপর হামলার ক্রমবর্ধমান ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার (২ মে) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় অন্তত ২১১ জন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৮ জন নারী সাংবাদিকও রয়েছেন।
ইউনেসকোর সর্বশেষ তথ্য অনুযায়ী, দায়িত্ব পালনকালে অন্তত ৪৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। এ ছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত ৪৯ জন সাংবাদিক ইসরায়েলের আটক কেন্দ্রে বন্দি রয়েছেন।
জাতিসংঘের কাছে একজন সাংবাদিক অভিযোগ করেছেন, এখন প্রেস ভেস্ট সুরক্ষার প্রতীক নয়, বরং আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তার ভাষায়, ইসরায়েলের সামরিক অভিযানে ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।
আটক সাংবাদিকদের বক্তব্য অনুযায়ী, তাদের সাংবাদিকতা নিয়ে জিজ্ঞাসাবাদের সময় শারীরিক নির্যাতন, অপমান, এমনকি যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার মুখোমুখি হতে হয়েছে। জাতিসংঘের মতে, ফিলিস্তিনি প্রেসের বিরুদ্ধে এই ধরনের ভয়ভীতি ও অপবাদমূলক প্রচারণা সাংবাদিক নির্যাতনের একটি বৃহত্তর কাঠামোর অংশ।
অন্যদিকে, হামাসের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতি না হওয়ায় গাজায় স্থল অভিযান আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে ইসরায়েল। রাষ্ট্রায়ত্ত সম্প্রচার সংস্থা ক্যান জানিয়েছে, দক্ষিণ গাজার মোরাগ করিডোর ও রাফাহ অঞ্চলের মধ্যে একটি নতুন মানবিক এলাকা গড়ে তোলা হচ্ছে। সেখানে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা যাচাইয়ের পর স্থানান্তর করা হবে এবং মার্কিন বেসরকারি সংস্থাগুলো ইসরায়েলি সেনাদের নজরদারিতে ত্রাণ বিতরণ করবে।
ইসরায়েলের সেনাপ্রধান এয়াল জামির সম্প্রতি এই অভিযানের অনুমোদন দিয়েছেন। তবে অতিরিক্ত সেনা মোতায়েন নিয়ে ক্লান্তি ও উদ্বেগও দেখা দিয়েছে নিরাপত্তা মহলে।
১২৫ বার পড়া হয়েছে