সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় অপদ্রব্য পুশকৃত ৩শ' কেজি চিংড়ি জব্দ, ৪৯ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ৩ মে, ২০২৫ ৩:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় অভিযান চালিয়ে ৫টি পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশকৃত ৩শ' কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অভিযানে জড়িত পাঁচ মৎস্য ব্যবসায়ীকে মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২ মে) দুপুর সাড়ে ১১টায় ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহরের আলিয়া মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালিয়ে পাঁচটি পিকআপ ভর্তি চিংড়ি মাছ আটক করে। পরে সাতক্ষীরা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও বিজিবির সমন্বয়ে গঠিত পর্ষদ জব্দকৃত চিংড়ি পরীক্ষা করে। এতে মোট ৯০০ কেজি চিংড়ির মধ্যে ৩০০ কেজিতে মানবদেহের জন্য ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশের প্রমাণ মেলে।

পরবর্তীতে ক্ষতিকর উপাদানযুক্ত চিংড়িগুলো জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং অপদ্রব্যমুক্ত ৬০০ কেজি চিংড়ি ব্যবসায়ীদের ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় দেবহাটা উপজেলার কদমখালী গ্রামের জয়দেব মণ্ডলকে ২৪ হাজার টাকা, আশাশুনি উপজেলার হাড়িভাঙা গ্রামের আনন্দ মিস্ত্রীকে ১০ হাজার টাকা, দেবহাটার হিজলডাঙ্গা গ্রামের রবিন সরদারকে ১০ হাজার টাকা এবং আশাশুনি উপজেলার দক্ষিণ একসরা গ্রামের আনিসুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন