সারাদেশ
ঢাকার ধামরাইয়ে ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ধামরাইয়ে ছাত্র জনতা হত্যা চেষ্টা মামলা: এজাহারভুক্ত ৫ আসামি গ্রেফতার

মোঃ রাসেল হোসেন, ধামরাই
শনিবার, ৩ মে, ২০২৫ ৩:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে শুক্রবার (২ মে) দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ধামরাই পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান মানিক, রোয়াইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি সোহেল রানা, ধামরাই উপজেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আহাত মিয়া, কুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান এবং আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান।
ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গিয়েছিলেন। দীর্ঘদিন নজরদারির পর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা সম্ভব হয়।
২২৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর