নিত্যপণ্যের চড়া দামে নাভিশ্বাস সীমিত আয়ের মানুষের

শুক্রবার, ২ মে, ২০২৫ ৬:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দামে দিশেহারা সাধারণ ও সীমিত আয়ের মানুষ।
বিশেষ করে সবজি ও মাছের দাম বেড়ে যাওয়ায় দৈনন্দিন খরচ সামাল দিতে হিমশিম খাচ্ছে পরিবারগুলো।
বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ৬০ টাকার নিচে কোনো সবজি নেই। ঢ্যাঁড়শ, পটল, ঝিঙা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, করলা, বেগুন, বরবটি ও চিচিঙা ৮০ থেকে ১০০ টাকা, আর সজনে ডাটা ১২০ থেকে ১৫০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁকরোলের দাম আরও বেশি। বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজির মৌসুম শেষ হওয়ায় বাজারে সরবরাহ কম, ফলে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।
পেঁয়াজের বাজারেও নেই স্বস্তি। প্রতি কেজি ভালো মানের পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা পাড়া-মহল্লায় আরও ৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে চড়া দামের ছড়াছড়ি। ইলিশের হালি (৭০০ গ্রাম ওজন) বিক্রি হচ্ছে ৫ হাজার টাকায়। ১ কেজির বেশি ওজনের প্রতিটি ইলিশের দাম ২ থেকে ৩ হাজার টাকা। চাষের চিংড়ি বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা, নদীর চিংড়ি ১০০০ থেকে ১২০০ টাকায়। অন্যান্য মাছ যেমন কই, শিং, শোল, ট্যাংরা ও পুঁটির দামও বেড়েছে। চাষের রুই, কাতলা বিক্রি হচ্ছে ৩২০-৩৬০ টাকা, তেলাপিয়া ২২০-২৪০ টাকা, আর পাঙাশ ২০০-২৫০ টাকা কেজিতে।
মুরগির বাজারেও বেড়েছে চাপ। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি জাতের মুরগি ২৭০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও স্বস্তিকর নয়—প্রতি ডজন ডিম ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে স্বস্তির কিছুটা বার্তা মিলেছে চালের বাজারে। মিনিকেট চালের নতুন চাল প্রতি কেজি ৭৪ থেকে ৮০ টাকা এবং পুরোনো চাল ৭৮ থেকে ৮৮ টাকা দরে বিক্রি হচ্ছে। এক মাসের ব্যবধানে প্রতি বস্তায় (২৫ কেজি) চালের দাম কমেছে ১০০ থেকে ২০০ টাকা। বর্তমানে মিনিকেটের বস্তার দাম ২ হাজার টাকার মধ্যে নেমে এসেছে। মোটা চালের দাম ৫৮ থেকে ৬২ টাকা এবং মাঝারি চাল ৬৪ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। নাজিরশাইলের সরু চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।
বিশেষজ্ঞরা বলছেন, কৃষিপণ্য সরবরাহ ব্যবস্থার দুর্বলতা ও বাজার ব্যবস্থাপনার ঘাটতি মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও মত দিয়েছেন তারা।
১০৮ বার পড়া হয়েছে