নড়াইলে ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি চঞ্চল শাহরিয়া মিম গ্রেফতার

শুক্রবার, ২ মে, ২০২৫ ৬:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নড়াইল জেলা শাখার সভাপতি চঞ্চল শাহরিয়া মিমকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ডাক বাংলো মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।
চঞ্চল শাহরিয়া মিম (৩০) নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের বাসিন্দা এবং সেলিম মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ আগস্ট লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পৃথক তিনটি হামলার ঘটনায় তিনটি মামলা দায়ের করেন আন্দোলনের সমন্বয়ক ও বিএনপি-সমর্থিত নেতাকর্মীরা। এই ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
চঞ্চল শাহরিয়া মিম ওই তিনটি মামলার প্রধান আসামিদের একজন। মামলাগুলো গত বছরের ১৬ সেপ্টেম্বর, ১৩ নভেম্বর এবং ৯ ডিসেম্বর লোহাগড়া থানায় দায়ের করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর চঞ্চল শাহরিয়া মিমকে আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার (২ মে) আদালতে হাজির করা হবে।
১৪৮ বার পড়া হয়েছে