সর্বশেষ

আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তে উত্তেজনা: পাকিস্তানে ১ হাজারের বেশি মাদ্রাসা বন্ধ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ ৮:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে এক হাজারের বেশি মাদ্রাসা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয় ভারতের পেহেলগামে একটি প্রাণঘাতী হামলার পর, যার জেরে ভারতের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কা দেখা দিয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার সকালে এক টেলিভিশন বিবৃতিতে বলেন, "আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারতের তরফ থেকে হামলার সম্ভাবনা রয়েছে।"

কাশ্মীরের ধর্মবিষয়ক দপ্তরের প্রধান হাফিজ নজির আহমদ বার্তা সংস্থা এএফপিকে জানান, "আমরা কাশ্মীরের সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছি।"

দপ্তরের এক কর্মকর্তা বলেন, সীমান্তে উত্তেজনা ও সম্ভাব্য সংঘর্ষের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন অঞ্চলে বসবাসকারী প্রায় ১৫ লাখ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে নিজের বাড়ির নিচে বাংকার নির্মাণে ব্যস্ত সময় পার করছেন, যাদের সামর্থ্য আছে তারা সেগুলো সিমেন্ট দিয়ে মজবুত করছেন।

এলওসির কাছে চাকোঠি এলাকার বাসিন্দা ইফতেখার আহমদ মির বলেন, “গত এক সপ্তাহ ধরে আমরা ভীষণ আতঙ্কে দিন কাটাচ্ছি। সবচেয়ে বেশি চিন্তায় আছি আমাদের শিশুদের নিরাপত্তা নিয়ে। আমরা চেষ্টা করছি তারা যেন স্কুল বা মাদ্রাসা শেষে সরাসরি বাড়ি ফিরে আসে।”

এ পরিস্থিতিতে এলওসি ঘিরে জনজীবনে যে আতঙ্ক ও অস্থিরতা বিরাজ করছে, তা আরও একবার ভারত-পাকিস্তান সম্পর্কের জটিলতাকে সামনে নিয়ে এসেছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন