আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ ৮:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওয়াল্টজের পাশাপাশি তার ডেপুটি অ্যালেক্স ওং-ও পদত্যাগ করছেন। তবে এ বিষয়ে এখনো হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।
সম্প্রতি ইয়েমেনে সামরিক অভিযান সংক্রান্ত একটি গ্রুপ চ্যাটে ভুলবশত এক সাংবাদিক যুক্ত হয়ে পড়েন। ঘটনার পর সমালোচনার মুখে পড়ে প্রশাসন। ঘটনার দায় স্বীকার করেন ওয়াল্টজ। এর কয়েক সপ্তাহের মধ্যেই তার পদত্যাগের খবর সামনে এলো।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়া গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের মধ্যে মাইকেল ওয়াল্টজ প্রথম, যিনি পদত্যাগ করলেন। একইসঙ্গে তিনি ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার পর নিযুক্ত শীর্ষ কর্মকর্তাদের তালিকায়ও অন্যতম ছিলেন।
১১২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর