সর্বশেষ

আন্তর্জাতিক

হামলার জের থেকে বাঁচতে পারলো না পাকিস্তানি তারকারাও

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কাশ্মীরের পেলেহগামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক উত্তেজনা আরও বাড়ছে।

এই ঘটনার জের ধরে পাকিস্তানি তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ করার পথে হাঁটছে ভারত সরকার।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার বৈসরণ এলাকায় বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক মানুষ নিহত হন। ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ বরাবরের মতো তা অস্বীকার করেছে এবং আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।

এই হামলার প্রেক্ষাপটে ভারত সরকার একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে, পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় ভক্তদের মধ্যে পাকিস্তানি তারকাদের জনপ্রিয়তা অনেক বেশি। মাহিরা খান, আলি জাফর, হানিয়া আমির, আয়েজা খান, ইকরা আজিজ, সানাম সাঈদসহ একাধিক তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে আর দেখা যাচ্ছে না।

বলিউডে কাজ করা পাকিস্তানি শিল্পীদের মধ্যেও রয়েছে আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, ফাওয়াদ খান এবং মাহিরা খানের মতো পরিচিত নাম। বর্তমান পরিস্থিতিতে এদের নিয়েও ভারতীয় বিনোদন জগতে বিতর্ক তৈরি হয়েছে। বহু সংগঠন তাদের নিষিদ্ধ করার দাবিও তুলেছে।

দুই দেশের মধ্যে সীমান্তে প্রতিনিয়ত গুলি বিনিময়ের খবরের পাশাপাশি, সাংস্কৃতিক বিনিময়েও এখন ছায়া ফেলেছে কাশ্মীরের রক্তাক্ত এই ঘটনা।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন