সারাদেশ

৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি

বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ ৫:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরিতলা এলাকায় একটি ওভারলোড কাভার্ড ভ্যান উল্টে গিয়ে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) ভোর সাড়ে ৪টার দিকে নূরিতলা বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। যদিও এ ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে এতে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, একটি চট্টগ্রামগামী অতিরিক্ত মালবোঝাই কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আড়াআড়িভাবে সড়কে পড়ে যায়। এতে ঢাকা থেকে চট্টগ্রামগামী সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাসড়কে আটকে পড়েন শত শত যাত্রী ও চালক।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ি পুলিশ। পরে কুমিল্লা ও ইলিয়টগঞ্জ থেকে আনা হয় দুইটি ক্রেন। প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়।

তবে এত দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় অনেক ট্রাক ও কাভার্ড ভ্যানচালক রাস্তার মাঝেই ঘুমিয়ে পড়েন। ফলে যান চলাচল স্বাভাবিক করতেও বেগ পেতে হয় পুলিশকে।

এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, "অতিরিক্ত মালবোঝাইয়ের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দীর্ঘ সময় লেগেছে উদ্ধারকাজে। চালকদের ঘুম থেকে জাগিয়ে ট্রাফিক সচল করতে হয়েছে। যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও ২-৩ ঘণ্টা সময় লাগতে পারে।"

এদিকে যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে পণ্যবাহী যানবাহনের চালক ও হেলপাররা দীর্ঘ সময় ধরে আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেন।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন