সর্বশেষ

জাতীয়

পুলিশ বিভাগের ১৪ কর্মকর্তার বদলি, এসপিসহ বিভিন্ন পদে রদবদল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পুলিশ বিভাগের বিভিন্ন পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৩০ এপ্রিল) জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন আহম্মেদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। একইসঙ্গে পুলিশ সদর দপ্তরের এআইজি মো. নাজমুল ইসলাম এবং এসবির পুলিশ সুপার এ এইচ এম ইয়াদুল ইসলামকে যথাক্রমে এপিবিএন ও পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

খুলনা পিটিসির পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে বদলি করা হয়েছে স্পেশাল পুলিশ ব্যাটালিয়নে (এসপিবিএন)। এদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামের এপিবিএনে বদলির আদেশটি বাতিল করা হয়েছে।

এছাড়া, পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) এবং সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মাহামুদুল হাসানকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরী, পুলিশ সদর দপ্তরের এআইজি মোল্লা আজাদ হোসেন, এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর, বান্দরবানের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট তানভীর আহমদ, বরিশাল বিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবু বকর সিদ্দিক এবং সিআইডির মো. মামুন অর রশিদকেও নতুন দপ্তরে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রমে গতি ও দক্ষতা বাড়াতেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন