সর্বশেষ

সারাদেশ

শিবালয়ে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি'র বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার প্রক্রিয়া শুরু

মো: সোহেল রানা, মানিকগঞ্জ
মো: সোহেল রানা, মানিকগঞ্জ

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মানিকনগর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) শিবানী রায়ের বিরুদ্ধে অনিয়ম, অসদাচরণ এবং কর্মস্থলে নিয়মিত অনুপস্থিত থাকার অভিযোগে বিভাগীয় ব্যবস্থার প্রক্রিয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

২৬ এপ্রিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, ২৪ এপ্রিল ক্লিনিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য পরিদর্শক শিবানী রায়কে অনুপস্থিত অবস্থায় পান। তবে তিনি কর্তৃপক্ষকে জানান যে, তিনি কর্মস্থলে উপস্থিত আছেন।

অফিস আদেশে আরও বলা হয়, ক্লিনিকে পর্যাপ্ত পরিমাণে ওষুধ থাকা সত্ত্বেও তিনি রোগীদের ওষুধ দিতে অস্বীকৃতি জানান এবং বলেন, “ওষুধ নাই, দেবো কোথা থেকে?” স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, তার আচরণ অসদাচরণমূলক এবং তাতে জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

এসব অভিযোগের সত্যতা যাচাই করতে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল সরেজমিন তদন্তে গিয়ে তথ্যের প্রমাণ পায়। সেই সঙ্গে বিষয়টি ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার অভিযোগে শিবানী রায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ লঙ্ঘন করেছেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. আনিসুর রহমান জানান, “২৬ এপ্রিল তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তাকে দুই কর্মদিবসের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যর্থ হলে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জানা গেছে, ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি, বেতন-ভাতা স্থগিতসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন