সর্বশেষ

রাজনীতি

রাজধানীতে তিন দিনে তিন দলের সমাবেশ, যানজট ও জনসমাগমের আশঙ্কা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ৪:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী ১ মে (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া তিন দিনের সরকারি ছুটিতে রাজধানী ঢাকায় তিনটি রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন পৃথক তিনটি জনসমাবেশের আয়োজন করেছে। এতে রাজধানীতে বিপুল জনসমাগম ও যানজটের আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল।

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। ভার্চ্যুয়ালি যুক্ত হবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা। আশপাশের জেলা থেকে হাজারো নেতা-কর্মীর ঢাকায় আসার কথা রয়েছে।

২ মে: শুক্রবার বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক কার্যক্রম স্থগিত এবং নিবন্ধন বাতিলের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া অতীতের গুম-খুন ও বড় কয়েকটি হত্যাকাণ্ডের বিচারও দাবি জানাবে দলটি।

৩ মে: শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং হেফাজত নেতাদের নামে থাকা মামলাগুলোর প্রত্যাহারের দাবি জানাবে তারা। সংগঠনের দাবি, তাদের নেতাদের বিরুদ্ধে বর্তমানে প্রায় ৩০০টি মামলা চলছে।

হেফাজত নেতারা জানান, ছুটির দিনে সমাবেশ আয়োজনের উদ্দেশ্য হলো জনদুর্ভোগ এড়ানো। এছাড়া, সংগঠনের নেতাদের নামে থাকা অতীতের মামলা-মোকদ্দমাগুলো প্রত্যাহারে সরকারের ওপর চাপ তৈরি, একই সঙ্গে জাতীয় নির্বাচন সামনে রেখে সংগঠনটির নেতাকর্মীদের রাজনৈতিক প্রভাব দৃষ্টিগ্রাহ্য করারও একটি লক্ষ্য রয়েছে। একইসঙ্গে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে নিজেদের প্রভাবও দৃশ্যমান করতে চায় সংগঠনটি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, টানা ছুটির মধ্যে রাজধানীতে ধারাবাহিক এই সমাবেশগুলো জনজীবনে প্রভাব ফেলতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন