চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল: ইনজুরড ইন্টার বনাম দুর্দান্ত বার্সা

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ৪:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইন্টার মিলান ও বার্সেলোনা। স্থানীয় সময় রাত ১টায় বার্সার ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই লেগের প্রথম ম্যাচ।
মাত্র এক সপ্তাহ আগেও দুই দলই ছিল ট্রেবল জয়ের দৌড়ে। চ্যাম্পিয়নস লিগের শেষ চারে ওঠার পর আত্মবিশ্বাসে ভরপুর ছিল ইন্টার। কিন্তু এরপরই শুরু হয় ছন্দপতন। বোলোনিয়ার কাছে সিরি আ-তে হারের পর ইতালিয়ান কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের কাছে ১–০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে তারা। এরই সঙ্গে শেষ হয় ট্রেবল জয়ের স্বপ্নও।
আরেক ধাক্কা আসে রোমার বিপক্ষে হারে। ফলে ৩৪ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে ইন্টার এখন সিরি আ টেবিলের দুই নম্বরে, শীর্ষে থাকা নাপোলির চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে। এ অবস্থায় বার্সার বিপক্ষে বড় ম্যাচের আগে ইন্টারের ডাগআউটে দুশ্চিন্তার ছায়া।
তবে একে একতরফা ভাবলে ভুল করবে বার্সা। কারণ ইউরোপিয়ান ইতিহাসে ইন্টার বারবার বড় ম্যাচে চমক দেখিয়েছে। ২০১০ সালে মরিনিওর দল সেমিফাইনালেই বার্সাকে হারিয়ে জিতেছিল চ্যাম্পিয়নস লিগ। আজ সেই ইতিহাসই অনুপ্রেরণা হতে পারে সিমোনে ইনজাগির শিষ্যদের জন্য।
অন্যদিকে, বার্সা আসছে একেবারে উল্টো পথ ধরে। ২০২৫ সালে এসে যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে হান্সি ফ্লিকের দল। ডর্টমুন্ডকে হারিয়ে সেমিতে ওঠা বার্সা ঘরোয়া লড়াইয়েও দুর্দান্ত। রিয়াল মাদ্রিদের বিপক্ষে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে কোপা দেল রে শিরোপা জিতেছে তারা। এই ধারাবাহিকতাই আজ আত্মবিশ্বাস জোগাবে ফ্লিকের দলকে।
বার্সার বড় শক্তি তরুণ ইয়ামাল ও রাফিনিয়া, যারা এবার ব্যালন ডি’অর দৌড়েও আছেন। যদিও দলের অভিজ্ঞ স্ট্রাইকার লেভানডফস্কি ইনজুরির কারণে নেই, তবে রিয়ালের বিপক্ষে তাকে ছাড়াই জয় পাওয়া বার্সা জানে, বিকল্প খেলোয়াড়েরাও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।
ইন্টারের বড় ভরসা লাওতারো মার্তিনেজ। চ্যাম্পিয়নস লিগে টানা পাঁচ ম্যাচে গোল করে তিনি আছেন দুর্দান্ত ছন্দে। আজ যদি গোল পান, তবে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় ফুটবলার হিসেবে টানা ছয় ম্যাচে গোলের রেকর্ড গড়বেন, যা এর আগে গড়েছেন কেবল কাভানি।
আজ রাতের ম্যাচ শুধু ফল নয়, গড়তে পারে ইতিহাসও। ইনজাগি চ্যাম্পিয়নস লিগে ৫০তম ম্যাচে ডাগআউটে দাঁড়াবেন, যা ইতালিয়ান কোচদের মধ্যে ৭ম সর্বোচ্চ। অন্যদিকে, বার্সা চাইবে দশ বছর পর আবার ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বে ফেরার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে।
সম্ভাব্য লাইনআপ:
বার্সেলোনা: তের স্টেগেন; কানসেলো, আরাউজো, কুন্দে, বালদে; পেদ্রি, গাভি, ডি ইয়ং; রাফিনিয়া, ইয়ামাল, তোরেস
ইন্টার মিলান: ওনানা; ডারমিয়ান, এসক্রিনিয়ার, বাসতোনি; ডুমফ্রিস, বেয়ারেলা, চ্যালহানওগ্লু, মখিটারিয়ান, দিমারকো; লুকাকু, মার্তিনেজ
১০৫ বার পড়া হয়েছে