নিকাব পরিধানে বাধা: বান্দরবানে জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ৬:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
নিকাব পরিধান করায় এক নারী শিক্ষিকাকে হেনস্তা ও অপমানের অভিযোগে বান্দরবানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন খানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে বান্দরবান সদরের শহীদ আবু সাঈদ চত্বর এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক সমাজ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত সোমবার (২৮ এপ্রিল) বান্দরবানের রেইছা এলাকায় অবস্থিত বেসিক ট্রেনিং অন প্রাইমারি টিচার্স কেন্দ্রে ভাইভা পরীক্ষায় নিকাব পরে অংশগ্রহণ করায় এক নারী প্রার্থীকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন খান অপমানজনক ভাষায় হেনস্তা করেন। এ ঘটনায় ওই নারী মানসিকভাবে ভেঙে পড়েন।
বক্তারা বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার এমন আচরণ শুধু পেশাগত দায়িত্বজ্ঞানহীনতা নয়, বরং এটি ধর্মীয় ও সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শামিল। তারা মোফাজ্জল হোসেন খানের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও তাকে চাকরি থেকে বরখাস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বান্দরবান প্রতিনিধি আসিফ ইকবাল, হাবিব আল মাহমুদ, মো. হাবিবুল্লাহ আফফান, রুমানা আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
উল্লেখ্য, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার এমন আচরণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
১২১ বার পড়া হয়েছে