গোপালগঞ্জে উপ-সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
রোকেয়া পারভীনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়াসহ বেআইনিভাবে ভূমি দখলের অভিযোগ

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ১:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের উপ-সচিব মোসা. রোকেয়া পারভীনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে নির্যাতিত একটি পরিবার।
তারা অভিযোগ করেছেন, উপ-সচিব মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছেন এবং বেআইনিভাবে তাঁদের ভূমি দখল করার চেষ্টা করছেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঘোনাপাড়ার নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. মানিক সরদার লিখিত বক্তব্য পাঠ করেন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন হানিফ সরদার, মা ইয়ারুন্নেছা বেগমসহ অন্যান্য সাংবাদিক ও স্থানীয় জনগণ।
মানিক সরদার তার অভিযোগে বলেন, উপ-সচিব রোকেয়া পারভীনের মা পান্না রহমান একাধিক মিথ্যা মামলা দিয়ে তাদের পরিবারকে সমস্যার মধ্যে ফেলছেন। তিনি জানান, তার বাবা ১৯৪০ সালে ১৭ শতাংশ জমি ক্রয় করে সেখানে বসতি স্থাপন করেছিলেন। বাবার মৃত্যুর পর, পরিবারের সদস্যরা ঢাকা থাকলেও মা সেখানে আছেন। এই সুযোগে রোকেয়া পারভীনের মা ৬ শতাংশ জমি নিজের নামে রেকর্ড করিয়ে নিয়েছেন এবং ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ১১টি মামলা দায়ের করেছেন। এর মধ্যে ৯টি মামলার রায় ইতিমধ্যেই তাদের পক্ষে এসেছে।
সর্বশেষ ২০২২ সালের ১০ অক্টোবর, জমি দখল করতে আদালতে মামলা দায়ের করা হয়। আদালতের সমন নোটিশে অন্য ব্যক্তির স্বাক্ষর ব্যবহার করে তাদের বিরুদ্ধে একতরফা রায় প্রদান করা হয়। পরে ২০২৩ সালের ১৯ অক্টোবর আদালতের রায় অনুযায়ী তাদের জমির উপর থাকা বাড়ি ভেঙ্গে দেয়া হয়।
মানিক বলেন, উপ-সচিব রোকেয়া পারভীন তাদের ফোনে হুমকি দেন এবং অসংখ্য মামলা দিয়ে তাদের হয়রানি করছেন, যা তাদের নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের এবিষয়ে হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে উপ-সচিব মোসা. রোকেয়া পারভীনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, "আমি মানিক সরদার ও হানিফ সরদারকে চিনি না," এবং বক্তব্য দিতে রাজি না হয়ে ফোনটি কেটে দেন।
১২২ বার পড়া হয়েছে