সর্বশেষ

আইন-আদালত

নড়াইলে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ১২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা আদালত চত্বরে এ কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে।

এ কর্মসূচির আয়োজন করে নড়াইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, অ্যাডভোকেট মাহবুব মোশেদ জাপল ও অ্যাডভোকেট রাজীবসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দেশের গণতন্ত্র বিপন্ন করে ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে সহায়তা করেছেন এবং তার কার্যকালেই বিচার বিভাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ ওঠে। তারা বলেন, তিনি জনগণের ভোটাধিকার হরণে ভূমিকা রেখেছেন। বক্তারা দ্রুত তাকে আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানান।

এ সময় বক্তারা বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং বিচার বিভাগের স্বাধীনতা ও সুশাসনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন