ঈশ্বরদীতে রেললাইনের পাশে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ১২:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে বাদশা হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) রাতে ঈশ্বরদী উপজেলার উমিরপুর রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাদশা হোসেন পাকশী যুক্তিতলা এলাকার বাসিন্দা এবং মৃত দেলবার হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে মুদি দোকান পরিচালনার পাশাপাশি জমি ক্রয়-বিক্রয়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
নিহতের ছেলে মিঠুন হোসেন জানান, দুই দিন আগে তার বাবার কাছে একদল দুর্বৃত্ত চাঁদা দাবি করে। দাবি পূরণ না করায় সোমবার রাত সাড়ে আটটার দিকে তালতলা মোড় এলাকা থেকে অস্ত্রের মুখে তাকে অপহরণ করা হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর উমিরপুর রেললাইনের পাশে তার দ্বিখণ্ডিত মরদেহ পাওয়া যায়।
ঘটনার বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিহতের পরিবার এই মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
১০৩ বার পড়া হয়েছে