নওগাঁর পোরশায় গণধর্ষণের ঘটনায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নওগাঁর পোরশা উপজেলায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২ টায় এই রায় প্রদান করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পোরশা উপজেলার সুরানন্দ গ্রামের সাকিল (২৪) ও আলাদিপুর গ্রামের আব্দুল আলীম (৩০)। আদালতের নির্দেশ অনুযায়ী, প্রত্যেক দণ্ডিতকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে; যদি জরিমানার অর্থ প্রদান না করা হয়, তাহলে ৬ মাসের বিনাশ্রম এবং ৬ মাসের সশ্রম কারাদণ্ডের শাস্তি ভোগ করতে হবে।
এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ মার্চ রাতে ১৪ বছরের স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে সাকিল সুরানন্দ গ্রামের হাবিবুল্লাহ শাহ্ এর আম বাগানের দোচালা ঘরে নিয়ে যায়। সেখানে সাকিলের সহযোগী আব্দুল আলীম তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
আজকের রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম সন্তোষ প্রকাশ করেছেন, তবে আসামিদের আইনজীবী আনোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার পরিকল্পনার কথা জানিয়েছেন।
এ ঘটনায় আদালত ধর্ষণের শিকার স্কুলছাত্রীর স্বার্থে জরিমানার টাকা প্রদান করার নির্দেশ দিয়েছেন।
১০৮ বার পড়া হয়েছে