নড়াইলে হত্যা মামলার আসামির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে ফরিদ মোল্যা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রফিকুল ইসলাম (৩৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে গ্রামের রিকাইল শেখের বাড়ির পেছনের একটি জায়গা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের আজিজুল মোল্যার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাঞ্চনপুর গ্রামে মিলন মোল্যা ও আফতাব মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ১১ এপ্রিল উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আফতাব মোল্যা পক্ষের ফরিদ মোল্যা (৫৮) নিহত হন। ওই ঘটনায় কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যার অন্যতম আসামি ছিলেন রফিকুল ইসলাম। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
মঙ্গলবার সকালে এলাকাবাসী রিকাইল শেখের বাড়ির পেছনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।"
১০৩ বার পড়া হয়েছে