সাতক্ষীরায় আলাদা দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী ও মাদ্রাসা শিক্ষক নিহত

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার সদর ও শ্যামনগরে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
সোমবার (২৮ এপ্রিল) সকালে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কলেজ শিক্ষার্থী নাঈম হাসান (১৮) এবং মাদ্রাসা প্রভাষক মাওলানা ফজলুর রহমান (৫৫)।
প্রথম ঘটনা ঘটে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে পণ্যবোঝাই একটি ট্রাক (নম্বর: যশোর-ট-১১-১৬৫৬) নাঈম হাসানকে চাপা দেয়। দুর্ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নাঈম কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের পুত্র। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং সদর সাব-রেজিস্ট্রি অফিসে মোহরার হিসেবে কাজ করতেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, শ্যামনগর উপজেলার তারানপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মাওলানা ফজলুর রহমান। সকাল ৮টার দিকে নিজ বাড়ির প্রাচীরে পানি দেওয়ার সময় বৈদ্যুতিক মোটরে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আগেই তিনি মারা যান।
নিহত ফজলুর রহমান শ্যামনগরের দরগাহপুর এনডিএস মাদ্রাসার আরবি প্রভাষক এবং রমজাননগর ইউনিয়নের তারানপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্লা জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রভাষক ফজলুর রহমানের মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।
১১৬ বার পড়া হয়েছে