সর্বশেষ

জাতীয়

রাখাইনে ‘মানবিক করিডোর’ স্থাপনে সরকারের কোনো আলোচনা হয়নি: প্রেস সচিব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের ‘মানবিক করিডোর’ স্থাপন নিয়ে সরকার কোনো আলোচনা করেনি বলে স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘রাখাইন রাজ্যে “মানবিক করিডোর” বিষয়ে প্রশ্নোত্তর’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এই বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

শফিকুল আলম লিখেছেন, “সরকার জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে তথাকথিত ‘মানবিক করিডোর’ স্থাপন নিয়ে কোনো আলোচনায় জড়িত নয়। তবে, যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়, বাংলাদেশ তাৎপর্যপূর্ণভাবে লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত।”

তিনি জানান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) তথ্য অনুযায়ী, রাখাইনে বর্তমানে চরম মানবিক সংকট বিরাজ করছে। এ অবস্থায় বাংলাদেশ অতীতের মতোই মানবিক সহায়তায় সহযোগিতা করতে আগ্রহী। “সম্প্রতি মিয়ানমারে ভূমিকম্পের পর যেমন বাংলাদেশ মানবিক ত্রাণ পাঠিয়েছে, তেমনই সংকটকালে বাংলাদেশ সবসময় মানবিক দায়িত্ব পালন করেছে,” বলেন প্রেস সচিব।

শফিকুল আলম আশঙ্কা প্রকাশ করে বলেন, রাখাইনে যদি মানবিক দুর্দশা অব্যাহত থাকে, তাহলে তা বাংলাদেশে নতুন করে বাস্তুচ্যুত মানুষের ঢল নামানোর ঝুঁকি তৈরি করতে পারে, যা আর বহন করা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, জাতিসংঘের সহায়তায় মানবিক ত্রাণ সহায়তা রাখাইন অঞ্চলের স্থিতিশীলতা ফেরাতে ভূমিকা রাখবে এবং শরণার্থীদের স্বদেশে প্রত্যাবর্তনের পথ তৈরি করবে।”

অভ্যন্তরীণ স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ না করার অভিযোগ সম্পর্কে প্রেস সচিব জানান, এখনো রাখাইনে ত্রাণ পাঠানোর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং উপযুক্ত সময়ে দেশের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে।

আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে শফিকুল আলম বলেন, “একটি বড় শক্তির সংশ্লিষ্টতার কথা বলা সম্পূর্ণ কল্পিত ও অপপ্রচার। এর পেছনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে একটি ধারাবাহিক অপপ্রচারের অংশ হিসেবে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন