বান্দরবানে সাবেক প্রধান বিচারপতিকে গ্রেফতারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ৯:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বান্দরবান পার্বত্য জেলা শাখা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ফোরামের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বিচার বিভাগের নিরপেক্ষতা নষ্ট করেছেন এবং স্বৈরাচারী সরকারের সহায়তায় নানা অনিয়মে যুক্ত ছিলেন। তার কারণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তারা।
বক্তারা অবিলম্বে এবিএম খায়রুল হকের গ্রেফতার এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট আবু হেনা মোস্তফা কামাল রুমো। এতে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট উম্যাসিং মার্মা, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান প্রমুখ।
এছাড়া বিক্ষোভে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আমিন উল্লাহ বিপ্লব, অ্যাডভোকেট জয়নাল আবেদীন ভুইয়া, অ্যাডভোকেট মো. ইসমাইল, অ্যাডভোকেট রোশনী বিনতে জহুর, অ্যাডভোকেট মেনুসাং মার্মা, অ্যাডভোকেট রাজীব চন্দ্র ধর, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট শোয়াইবুল ইসলাম, অ্যাডভোকেট মো. ইব্রাহিম ও অ্যাডভোকেট আলী জহুরসহ অনেক আইনজীবী।
১১৭ বার পড়া হয়েছে