সাদমানের দুর্দান্ত সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ৯:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়ে নিজের ফর্মে ফেরার জানান দিলেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম।
তিন বছর পর সেঞ্চুরির দেখা পেলেন তিনি, আর তা এল তার ‘প্রিয় প্রতিপক্ষ’ জিম্বাবুয়ের বিপক্ষেই। এই সেঞ্চুরির মাধ্যমে টেস্টে পা রাখলেন হাজার রানের ক্লাবে।
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০৫ রান। এখনো ২২ রানে পিছিয়ে থাকলেও বাংলাদেশ ব্যাটিংয়ের নিয়ন্ত্রণে রয়েছে। অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (২) ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম (৯)।
এর আগে জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে, দুই ওপেনার সাদমান ও এনামুল হক বিজয় এনে দেন ১১৮ রানের দারুণ সূচনা। টেস্ট ওপেনিংয়ে ৩২ ইনিংস পর শতরানের জুটি পেল বাংলাদেশ। তিন বছর পর টেস্টে ফেরা বিজয় করেন ৩৯ রান।
সাদমানের ইনিংস ছিল আত্মবিশ্বাসে ভরা। আগের সেঞ্চুরিটিও ছিল জিম্বাবুয়ের বিপক্ষেই, ২০২১ সালে। এবার ১২০ রানের ক্যারিয়ারসেরা ইনিংসে তিনি মারেন ১৬টি চার ও একটি ছক্কা। একসময় ফিফটির পর শতক অধরা রয়ে গেলেও এবার আর ব্যর্থ হননি। তার আগে মমিনুল হকের সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়েন ৭৬ রানের জুটি। মমিনুল করেন ৩৩ রান।
একই ওভারে মমিনুল ও সাদমান ফিরে গেলে কিছুটা চাপ তৈরি হয়, তবে শান্ত-মুশফিক ধৈর্যের সঙ্গে ইনিংস গুছিয়ে নিচ্ছেন।
১০৭ বার পড়া হয়েছে