সর্বশেষ

আন্তর্জাতিক

কানাডায় সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ক্ষমতায় ফিরছেন মার্ক কার্নি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ৫:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কানাডার সদ্য অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে লিবারেল পার্টি এগিয়ে রয়েছে। দলের নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি নেতৃত্বাধীন দলটি ১৬৩টি আসনে জয়লাভ করেছে বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি।

তবে ৩৪৩ আসনের হাউস অব কমন্সে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে দলটির প্রয়োজন ১৭২টি আসন—যা এখনও অর্জিত হয়নি।

নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি পেয়েছে ১৪৯টি আসন। অন্যদিকে কুইবেকভিত্তিক ব্লক কুইবেকোইস পেয়েছে ২৩টি, নিউ ডেমোক্র্যাট পার্টি (এনডিপি) ৭টি এবং গ্রিন পার্টি ১টি আসনে জয়ী হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করলেও প্রধানমন্ত্রী হিসেবে মার্ক কার্নির দায়িত্বে থাকা প্রায় নিশ্চিত। এরই মধ্যে লিবারেল পার্টির সদর দফতরে সমর্থকরা বিজয়ের উল্লাস শুরু করেছেন। তবে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা—তা জানতে অপেক্ষা করছেন অনেকেই।

নির্বাচনের প্রেক্ষাপটেও ছিলো উত্তেজনা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডার প্রতি শুল্ক আরোপ এবং দেশটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে "আরও ঘনিষ্ঠভাবে যুক্ত" করার হুমকি নির্বাচনী আলোচনায় প্রভাব ফেলেছে। এই ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন কার্নি।

নির্বাচনের আগে, ২৪ এপ্রিল এক ভাষণে তিনি বলেন, “এটা আমাদের কানাডা, এবং আমরা ঠিক করব আমাদের ভবিষ্যৎ কেমন হবে।” তিনি ট্রাম্পের হুমকির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন।

প্রতীক্ষা এখন চূড়ান্ত ফলাফলের, যা নির্ধারণ করবে কানাডা পাচ্ছে কি না একটি সংখ্যালঘু সরকার, নাকি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শাসন চালাবেন মার্ক কার্নি।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন