টানা পঞ্চমদিন ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে সংঘর্ষ

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ৫:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা পঞ্চমদিনের মতো সংঘর্ষ হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) রাতে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা ও আখনুর সেক্টরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পাকিস্তানি সেনারা ‘অপ্ররোচিতভাবে’ গুলি ছুড়লে ভারতীয় বাহিনী ‘পরিমিত ও কার্যকর’ জবাব দেয়।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় ভয়াবহ এক সন্ত্রাসী হামলার পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। ওই হামলায় ২৬ জন পর্যটক নিহত হন, যাদের একজন ছিলেন নেপালের নাগরিক। এছাড়াও, হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে এক কাশ্মীরি বাসিন্দাও প্রাণ হারান।
ভারত এই হামলার জন্য পাকিস্তান-সমর্থিত জঙ্গিদের দায়ী করেছে এবং পাল্টা কূটনৈতিক পদক্ষেপ হিসেবে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে ইসলামাবাদ ভারতের এই সিদ্ধান্তকে 'যুদ্ধের উসকানি' বলে মন্তব্য করেছে। উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতির চুক্তিটি বর্তমানে মারাত্মক চাপের মুখে পড়েছে।
এ পর্যন্ত সংঘর্ষে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, সীমান্ত পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক হয়ে উঠছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১০৯ বার পড়া হয়েছে