কানাডার নির্বাচনে এগিয়ে লিবারেল পার্টি, প্রধানমন্ত্রী হতে পারেন মার্ক কার্নি

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ৩:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কানাডার সদ্য সমাপ্ত ফেডারেল নির্বাচনে লিবারেল পার্টি বিজয়ের পথে রয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। সম্ভাব্য বিজয়ের ফলে দলটির নেতা মার্ক কার্নি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন।
সিটিভি ও সিবিসি নিউজের পূর্বাভাস অনুযায়ী, লিবারেল পার্টি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসনের কাছাকাছি পৌঁছে গেছে। যদিও এখনো ভোট গণনা চলছে, তবু দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনায় রয়েছে। কানাডায় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রয়োজন হয় ১৭২টি আসন।
গত রোববার ইপসোস পরিচালিত এক জরিপে দেখা যায়, লিবারেল পার্টি ৪২ শতাংশ জনসমর্থন পেয়েছে, যেখানে কনজারভেটিভ পার্টির সমর্থন ৩৮ শতাংশে রয়েছে।
নির্বাচনের পটভূমিতে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডার ওপর আরোপিত শুল্ক এবং দেশটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার হুমকি। শুরু থেকেই এসব বিষয়ে কড়া অবস্থান নিয়েছেন মার্ক কার্নি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ট্রাম্পের হুমকির দৃঢ়ভাবে মোকাবিলা করবেন।
ফলাফল অনুযায়ী, কানাডা পেতে পারে একটি ট্রাম্প-বিরোধী সরকার।
১০৬ বার পড়া হয়েছে