সরানো হলো আরো এক উপদেষ্টার পিএসকে

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ১২:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৬ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বাণিজ্য মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে নিয়োগ দেয়। তবে বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।
২৮তম বিসিএস ব্যাচের কর্মকর্তা হাসনাত মোর্শেদ গত বছরের ১৮ আগস্ট ফাওজুল কবির খানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পান। প্রজ্ঞাপনে বদলির কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
এছাড়া, উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবিকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সূত্রে জানা গেছে, এই তিন কর্মকর্তার বিরুদ্ধে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনুরোধ অনুযায়ী উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের একান্ত সচিব হিসেবে নিয়োগ দিয়ে থাকে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই নিয়োগে সাধারণত উল্লেখ করা হয়, উপদেষ্টা যতদিন পদে থাকবেন বা যাকে পিএস হিসেবে রাখতে ইচ্ছুক, ততদিন ওই কর্মকর্তা পিএস পদে দায়িত্ব পালন করবেন।
১০৯ বার পড়া হয়েছে