সর্বশেষ

অপরাধ

এবার পুলিশের গাড়িতে ডাকাতি, পালাতে গিয়েও গ্রেফতার ২

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ১০:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের পিকআপ ভ্যানকে যাত্রীবাহী মাইক্রোবাস মনে করে ডাকাতির চেষ্টা চালায় একটি সংঘবদ্ধ ডাকাতদল।

রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে চারটার দিকে উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের ধলিহার খাঁ পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এসময় দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ, তবে বাকিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাট জেলার কালাই উপজেলার বিয়ালা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এমদাদুল হক (৪৯) এবং একই উপজেলার চাকলমা নিমেরপাড়া এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে আজিজার রহমান (৩৮)। পুলিশ জানায়, গ্রেফতার এমদাদুল হকের বিরুদ্ধে ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে।

এ ঘটনায় পলাতক রয়েছে আরও তিনজন—জয়পুরহাটের জগডুম্বর গ্রামের হেলাল উদ্দিন (২৮), ক্ষেতলাল উপজেলার বড়তাড়া কুঠিপাড়া এলাকার আবদুস সাত্তার (৪৪) এবং বগুড়ার শেরপুর উপজেলার মো. শফিক (৫২)।

পুলিশ জানায়, রাতে ডুগডুগি বাজার এলাকায় টহল শেষে ঘোড়াঘাট থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ দল ফেরার পথে ডাকাত দলটি সড়কে দেশীয় অস্ত্রসহ অবস্থান নেয় এবং গাড়ি থামানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে দুজনকে ধরে ফেলে এবং ঘটনাস্থল থেকে একটি বড় রশি, দুটি হাঁসুয়া ও সাতটি লাঠি জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা গাড়িটিকে মাইক্রোবাস ভেবে ডাকাতি করতে চেয়েছিল।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
অপরাধ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন