সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য: আলী রীয়াজ

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ৭:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, "সকলের প্রচেষ্টায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা চলমান রয়েছে।" তিনি সোমবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে গণঅধিকার পরিষদের সাথে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন।
আলী রীয়াজ উল্লেখ করেন, "আমাদের এটা নিশ্চিত করতে হবে যে, জাতীয় সনদ তৈরি করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।" তিনি বলেন, "এই সনদটি ক্ষমতার বিন্যাসে পরিবর্তন আনতে সহায়তা করবে এবং বাংলাদেশের সব সম্ভাবনা কাজে লাগাতে সাহায্য করবে। গত ৫৩ বছর যাবৎ বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পোষণ করছে, সেটিকে বাস্তবে রূপ দিতে আমাদেরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।"
তিনি আরো বলেন, "কেবলমাত্র সংস্কার কমিশনের প্রতিবেদন ও মতামতই যথেষ্ট নয়। রাজনৈতিক ও গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তবেই বাংলাদেশকে নতুন দিগন্তে পৌঁছানো সম্ভব হবে।" তিনি বলেন, "আমাদের এই প্রচেষ্টা চলমান রাখতে হবে, আমাদের অঙ্গীকার ও প্রতিশ্রুতির মাধ্যমে অগ্রসর হতে হবে।"
আলী রীয়াজ তরুণদের নেতৃত্বে বাংলাদেশের সম্ভাবনায় প্রসঙ্গ তুলে বলেন, "আমাদের সবার মিলিত প্রচেষ্টা এই সম্ভাবনাকে বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাবে।" তিনি আরও বলেন, "একমত থাকার প্রয়োজনে আমরা আমাদের প্রচেষ্টাগুলো অব্যাহত রাখব।"
এদিকে, কমিশন রাষ্ট্র সংস্কারের উপর ৩৯টি দলের কাছে মতামত চেয়ে সম্প্রতি একটি স্প্রেডশিট প্রকাশ করেছে, যার মধ্যে ৩৫টি দল তাদের মতামত জমা দিয়েছে। বর্তমানে কমিশন ১৯টি দলের সাথে সংলাপ সম্পন্ন করেছে এবং গণঅধিকার পরিষদের সাথে সংলাপ চলছে।
তিনি কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে বলেন, "২০১৮ সালে বর্তমান গণঅধিকার পরিষদের নেতাদের নেতৃত্বের মাধ্যমে যে আন্দোলন হয়েছিল, তা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটি নতুন পর্যায়ের সূচনা করে।"
মনির হায়দারের সঞ্চালনায় এই সংলাপে কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার এবং ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।
১০৪ বার পড়া হয়েছে