সর্বশেষ

অপরাধ

ঢাকার সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ৩:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন গাজীপুর বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষিকা ফারহানা আক্তার জাহান (৪৪)।

ঘটনাটি ঘটেছে গত শনিবার সকালে গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে। এ সময় তিনি কলেজের একটি প্রশিক্ষণে অংশ নিতে বাসা থেকে বের হয়েছিলেন।

জানা গেছে, গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় একটি চলন্ত গাড়ি থেকে একজন ছিনতাইকারী তার হাত থেকে ব্যাগটি টেনে নেয়। হঠাৎ টান দেয়ায় ফারহানা আক্তার ছিনতাইকারী গাড়িটির সঙ্গে কিছুদূর টেনে নিয়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনা সৃষ্টি করে। ভিডিও ফুটেজে দেখা যায়, গাড়ি থামার কয়েক সেকেন্ডের মধ্যে ছিনতাই ঘটে এবং ভুক্তভোগী শিক্ষিকাকে রাস্তায় পড়ে যেতে দেখা যায়। পরে আশপাশের কয়েকজন পথচারী ছুটে এসে তাকে সাহায্য করেন।

এ বিষয়ে রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন জানান, ছিনতাইয়ের ভিডিও তাদের নজরে এসেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে ভুক্তভোগীর সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
অপরাধ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন