পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে দেশে ফিরছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ১:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশ সময় রোববার (২৭ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
এর আগে শনিবার ভ্যাটিকান সিটির সেইন্ট পিটার’স স্কয়ারে প্রয়াত পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ইউনূসও।
প্রসঙ্গত, আর্জেন্টিনায় জন্ম নেওয়া পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে গত সপ্তাহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর প্রায় দেড়শ কোটি অনুসারীর ক্যাথলিক চার্চে শুরু হয় পোপ বিদায়ের ঐতিহ্যবাহী রীতি ও আনুষ্ঠানিকতা।
এর আগে, গত সোমবার কাতারের দোহায় একটি আন্তর্জাতিক অর্থনীতি সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন অধ্যাপক ইউনূস। চার দিনের সফর শেষে সেখান থেকে তিনি সরাসরি রোমে পৌঁছান পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে।
১১১ বার পড়া হয়েছে