সর্বশেষ

আইন-আদালত

রাজনৈতিক মামলা প্রত্যাহারে প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে, প্রকাশ হবে তালিকা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলার তালিকা শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়।

রোববার (আজ) সচিবালয়ে অনুষ্ঠিত সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যায়ের কমিটির ১২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন করে আরও ৫১৭টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। গত চার মাসে এ নিয়ে মোট ৮ হাজার ৮৩২টি মামলা প্রত্যাহারের সুপারিশ করল কমিটি।

সভায় জানানো হয়, প্রত্যেকটি মামলায় গড়ে ৫০ জন করে আসামি ছিলেন। সেই হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় পাঁচ লাখ নেতাকর্মী এসব মামলায় আসামি ছিলেন বলে জানা গেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, খুব শিগগিরই এই মামলাগুলোর তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া, মামলার এজাহার ও অভিযোগপত্রের সনদপ্রাপ্ত কপি (সার্টিফাইড কপি) সংগ্রহে সমস্যা হলে ‘সার্টিফাইড ফটোকপি’ সংযুক্ত করেও মামলা প্রত্যাহারের আবেদন করা যাবে।

বর্তমানে মামলার প্রত্যাহার চেয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগে সরাসরি আবেদন করার সুযোগ রয়েছে। আবেদন পাঠানো যাবে সলিসিটর অনুবিভাগের অফিসে (আইন ও বিচার বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ, ঢাকা) অথবা অনলাইনে ই-মেইল ঠিকানা solicitor@lawjusticediv.gov.bd এ।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন