সর্বশেষ

আন্তর্জাতিক

পেহেলগামে ঘর-বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় বাহিনী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সম্প্রতি পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার পর শুরু হওয়া সেনা অভিযানে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযানের অংশ হিসেবে ভারতীয় বাহিনী একের পর এক বাড়ি ভাঙচুর করছে, যেগুলো সন্দেহভাজন বিদ্রোহীদের বলে দাবি করা হচ্ছে।



আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ পেহেলগাম হামলার সাথে সংশ্লিষ্ট সন্দেহে আরও দুই ব্যক্তির বাড়ি ভেঙে দিয়েছে সেনাবাহিনী। ওই দুই ব্যক্তির পরিবারের সদস্যদেরও আটক করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, হামলার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৯টি বাড়িতে বোমা ব্যবহার করে ধ্বংস চালানো হয়েছে।

স্থানীয় অধিকারকর্মীরা বলছেন, এসব ঘটনা সুপ্রিম কোর্টের আদেশের সরাসরি লঙ্ঘন। আদালতের নির্দেশনায় বলা হয়েছিল, বাড়ি ভাঙার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে এবং আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এসব না মেনে যেভাবে সেনাবাহিনী বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে, তা অসাংবিধানিক ও মানবাধিকারের লঙ্ঘন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

মানবাধিকার গোষ্ঠীগুলো এই পদক্ষেপকে ‘সম্মিলিত শাস্তি’র একটি রূপ হিসেবে বর্ণনা করছে। অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে বা তাদের পরিবারকে শাস্তি দেওয়া আন্তর্জাতিক আইন ও ন্যায়ের পরিপন্থী।

কাশ্মীরজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বলছেন, শুধু সন্দেহের বশে বাড়ি গুঁড়িয়ে দেওয়া এবং পরিবারের সদস্যদের আটক করা আইন-শৃঙ্খলা নয়, বরং নিপীড়নের নতুন রূপ।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন