ঢাকার ধানমণ্ডিতে গ্রেফতার সাবেক এমপি জাফর আলম

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ১:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাফর আলম চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে বিভিন্ন সময় তার বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এর ফলে ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন থেকে বঞ্চিত হন তিনি। পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও পরাজিত হন।
জাফর আলমের রাজনৈতিক জীবন শুরু হয় স্থানীয় পর্যায়ে। ২০০৫ সালে তিনি চকরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।
সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারের কারণ বা বিস্তারিত কোনো তথ্য এখনো জানানো হয়নি।
১১৫ বার পড়া হয়েছে