দুই উপদেষ্টার এপিএস ও পিও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের নজরে

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
দুর্নীতির অভিযোগে সদ্য অব্যাহতি পাওয়া যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে দুদকের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি বলেন, "দুই উপদেষ্টার এপিএস ও পিও সম্পর্কে যেসব অভিযোগ আমাদের কাছে এসেছে, সেগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কমিশনের গোয়েন্দা ইউনিট ইতোমধ্যেই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। আইন ও বিধিমালা অনুযায়ী আমরা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবো।"
এদিন সকালে যুব অধিকার পরিষদ ‘মার্চ টু দুদক’ কর্মসূচির আওতায় জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল করে দুদক কার্যালয়ের সামনে যায়। সংগঠনের নেতাকর্মীরা দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং একটি স্মারকলিপি জমা দেন।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল যুব ও ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মো. মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়। যদিও উপদেষ্টা কর্তৃক তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৮ এপ্রিল। একইভাবে দুর্নীতির অভিযোগ ওঠার পর স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পিও তুহিন ফারাবিকেও অব্যাহতি দেওয়া হয়।
দুদক মহাপরিচালক জানান, এ ধরনের অভিযোগে কমিশন সর্বদা সচেতন থাকে এবং সঠিক অনুসন্ধানের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। তদন্তের অগ্রগতি শিগগিরই জানানো হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
১০৯ বার পড়া হয়েছে