সর্বশেষ

জাতীয়

দুই উপদেষ্টার পদত্যাগ দাবি, সহকারীদের অপসারণে সরকারের প্রশংসা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
উচ্চপদস্থ দুই উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাদের পদত্যাগ দাবি করেছে ‘বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি সরকারের প্রতি এই দাবি জানায়। একইসঙ্গে অভিযুক্ত উপদেষ্টাদের দুই সহকারীকে অপসারণ করায় সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি, পদোন্নতি ও টেন্ডার সংক্রান্ত বিষয়ে তদবির বাণিজ্যে লিপ্ত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নূরজাহান বেগমের সহকারীরা। সংগঠনটির দাবি অনুযায়ী, স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেন প্রায় ৪০০ কোটি টাকা অবৈধভাবে অর্জন করেছেন। একই ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে স্বাস্থ্য উপদেষ্টার পিও তুহিন ফারাবি এবং ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধেও।

ফোরামের পক্ষ থেকে আরও বলা হয়, অভিযুক্তদের এতোদূর যেতে পারা সম্ভব হয়েছে শুধুমাত্র উচ্চপর্যায়ের আশ্রয়-প্রশ্রয়ের কারণেই। তারা প্রশ্ন তোলে—এই সহকারীরা যাদের অধীনে কাজ করেছেন, সেই উপদেষ্টারা কি আদৌ দায় এড়াতে পারেন?

সংগঠনের মতে, জনমনে স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নূরজাহান বেগমের পদত্যাগ সময়োপযোগী ও প্রয়োজনীয়।

এদিকে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদক (দুর্নীতি দমন কমিশন) ইতোমধ্যেই মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। গত বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, এর আগে সরকারি সিদ্ধান্তে অভিযুক্ত দুই সহকারী—মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবী—কে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন