সর্বশেষ

আন্তর্জাতিক

হামলার পর তিন রাজ্যে ১৯ জন গ্রেফতার, রাষ্ট্রদ্রোহের অভিযোগ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর ভারতে উত্তেজনা চরমে পৌঁছেছে। হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে উত্তর-পূর্বাঞ্চলীয় তিন রাজ্য—আসাম, ত্রিপুরা ও মেঘালয় থেকে অন্তত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বিধায়ক, সাংবাদিক, আইনজীবী, শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষক। সবচেয়ে বেশি ১৪ জন গ্রেফতার হয়েছেন আসাম থেকে।

প্রথম গ্রেপ্তার হন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলাম। কাশ্মীরের হামলাকে ‘সরকারি ষড়যন্ত্র’ আখ্যা দেওয়ায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। বর্তমানে তিনি চার দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন।

আসামের অন্যান্য গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সাংবাদিক জাবির হুসাইন, শিক্ষার্থী এ কে বাহাউদ্দিন, আইনজীবী জাভেদ মজুমদার এবং আরও কয়েকজন সাধারণ নাগরিক। করিমগঞ্জে এক যুবককে ‘পাকিস্তান জিন্দাবাদ’ পোস্ট করায় গ্রেফতার করা হয়েছে।

ত্রিপুরায় চারজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে তিনজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তারা সামাজিক মাধ্যমে ‘দেশবিরোধী মন্তব্য’ করার অভিযোগে অভিযুক্ত। মেঘালয়ে গ্রেফতার হয়েছেন এক যুবক, যিনি অনলাইনে একটি ভিডিও পোস্টের মন্তব্যে ভারতের বিরুদ্ধে অবস্থান নেন।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, “দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জাতীয় নিরাপত্তা আইনও প্রয়োগ করা হবে।”

গত মঙ্গলবার পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় কমপক্ষে ২৬ জন নিহত ও বহু আহত হন। পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তৈয়বার শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) এ হামলার দায় স্বীকার করেছে। ভারত দাবি করেছে, এর পেছনে রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই।

ঘটনার পর ভারত পাকিস্তানের সঙ্গে ভিসা ও সীমান্ত বিষয়ক একাধিক সম্পর্ক স্থগিত করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিতসহ সীমান্ত ও আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন