আজাদ কাশ্মীরে ভয়াবহ বন্যা, মুজাফফরাবাদে জরুরি অবস্থা

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ১১:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারত হঠাৎ করে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদসহ আশপাশের এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
রোববার স্থানীয় গণমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই ভারতের তরফ থেকে ঝিলম নদীতে পানি ছাড়ার ফলে এই সংকটের সৃষ্টি হয়।
ভারতের এমন পদক্ষেপের জেরে মুজাফফরাবাদের হাত্তিয়ান বালা এলাকায় পানির প্রবল ঢল নেমে আসে। নদীর তীরবর্তী গ্রাম ও মসজিদে মাইকিং করে মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় মুজাফফরাবাদ প্রশাসন "পানি জরুরি অবস্থা" ঘোষণা করেছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, পানির তোড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।
বিশ্লেষকরা বলছেন, ভারতের এই আচরণ আন্তর্জাতিক আইন এবং ১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তির লঙ্ঘন। চুক্তি অনুযায়ী, নদী ব্যবস্থাপনায় বড় কোনো পদক্ষেপ নেওয়ার আগে দুই দেশকে একে অপরকে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে।
সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর দ্বিপাক্ষিক উত্তেজনা বাড়তে থাকে। এর মধ্যেই ভারতের এমন পদক্ষেপকে ইসলামাবাদ ‘বৈরিতাপূর্ণ ও বিপজ্জনক’ বলেও আখ্যা দিয়েছে।
ভারতের পক্ষ থেকে সিন্ধু নদ চুক্তি স্থগিতের ঘোষণাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তারা সিন্ধুর পানির প্রবাহ আটকে দেওয়ার যেকোনো পদক্ষেপকে “যুদ্ধের ঘোষণার” শামিল হিসেবে দেখবে।
১০৫ বার পড়া হয়েছে