লন্ডনে পাকিস্তানি হাইকমিশনে হামলা, উত্তেজনা চরমে ভারত-পাকিস্তান

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত পাকিস্তানি হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৭ এপ্রিল) জিও টিভি নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
লন্ডন থেকে জিও নিউজের সাংবাদিক মুর্তজা আলী শাহ জানিয়েছেন, ভারতীয় বংশোদ্ভূত একদল ব্যক্তি হাইকমিশন ভবনে হামলা চালায়। এ সময় ভবনের জানালার কাচ ভেঙে দেওয়া হয় এবং দেয়ালে গেরুয়া রঙ ছিটিয়ে দেওয়া হয়। হাইকমিশন সূত্র জানায়, হামলায় দূতাবাসের আর্থিক ক্ষতিও হয়েছে।
এই ঘটনার একদিন আগেই দূতাবাসের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভ করেছিল। ওই বিক্ষোভ চলাকালে সহিংসতায় জড়িয়ে পড়ার অভিযোগে স্থানীয় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
হামলার ঘটনার পর পাকিস্তানের সমর্থনে পাল্টা সমাবেশ হয় হাইকমিশনের সামনেই। এই সমাবেশ থেকে ভারতের কূটনৈতিক আচরণের কড়া সমালোচনা করা হয়।
এদিকে, কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) এক সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হয়। ভারত এ হামলার জন্য পাকিস্তানের সঙ্গে আন্তঃসীমান্ত সংযোগ থাকার অভিযোগ করেছে। ফলে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে। ইতোমধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সাতটি বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, যার জবাবে ইসলামাবাদও পাল্টা পদক্ষেপ নিয়েছে।
এই পটভূমিতে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তান মিলিটারি একাডেমির (পিএমএ) পাসিং আউট প্যারেডে বলেন, "আত্মরক্ষার জন্য পাকিস্তান সম্পূর্ণ প্রস্তুত। আমরা কোনো হুমকি সহ্য করব না।"
তিনি আরও বলেন, “দ্বি-জাতি তত্ত্ব মুসলিম ও হিন্দুদের ভিন্নতা নির্দেশ করে, যা পাকিস্তানের অস্তিত্বের ভিত্তি। আমাদের পূর্বপুরুষরা এই দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, আর আমরা এই দেশ রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।”
বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত ও কূটনৈতিক উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। লন্ডনে দূতাবাসে হামলার ঘটনা সেই উত্তেজনাকে আরও উসকে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
১০৭ বার পড়া হয়েছে