সর্বশেষ

রাজনীতি

নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামায়াত ইসলামী বাংলাদেশের নেতারা আগামী নির্বাচনকে সুষ্ঠু করে তুলতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করার দাবি জানিয়েছেন। তারা এ জন্য বড় অংকের অর্থের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা কামনা করেছেন।

রোববার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের পর সাংবাদিকদের বিষয়টি সম্পর্কে জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

এসময়, সাংবাদিকরা ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে জামায়াতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তাহের বলেন, তারা প্রধান উপদেস্টার দেওয়া টাইমলাইনের প্রতি আস্থা রাখবেন।

তিনি আরও জানান, জামায়াত আগামী নির্বাচনের জন্য ইউরোপীয় ইউনিয়নকে পর্যবেক্ষক দল পাঠানোর অনুরোধ করেছে।

তাহের বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের আলোচনা চলছে। এতে তারা বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য রপ্তানি নিয়ে কথা বলেছেন এবং আলোচনা করেছেন একটি নির্দিষ্ট এলাকায় ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর জন্য।

তিনি বলেন, জামায়াত সবসময় নারীদের অধিকার এবং জঙ্গিবাদ দমনের বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। নারী সংস্কার কমিশনের পতিতাদের শ্রমিক স্বীকৃতির বিষয়টি নারীদের জন্য অপমানজনক উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে নারীদের অংশগ্রহণ ৪৩ শতাংশ, যা অন্য দলগুলোর তুলনায় শ্রেষ্ঠ।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন